বিশেষ প্রতিবেদক-
আজ বৃহস্পতিবার মাগুরায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তি উদযাপিত হয়েছে । শহরের নোমানী ময়দান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সকাল ৭ টায় মাগুরা জেলা প্রশাসক ড: আশরাফুল আলম , পুলিশ সুপার জহিরুল ইসলাম , জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এফএম আব্দুল ফাত্তাহ , জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু , সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু সহ সরকারী বেসরকারী কর্মকর্তা , মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ,মুক্তিযোদ্ধা সংসদ . আইনজীবী সমিতি , প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমালা অর্পন করেন। এরপর
মোনাজাত করা হয়। মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদানসহ নানা কর্মসুচি অনুষ্ঠিত হয়।