বিশেষ প্রতিবেদক-
ঘূর্নিঝড় জাওয়াদ এর কারনে কৃষকদের ক্ষতিপূরন, নদী খাল বিলে পানি প্রবাহ নিশ্চিত করা, পরিবেশ রক্ষ্যায় নির্বিচারে গাছ কাটা বন্ধের দাবীতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় শহরের চৌরঙ্গীমোড় প্রেসক্লাবের সামনেন সড়কে জেলা গণকমিটি এর আয়োজন করেন।
জেলা গণকমিটির আহবায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী ফিরোজ , প্রকৌশলী শম্পা বসু , বাশারুল হায়দার বাচ্চু প্রমুখ। বক্তারা সাম্প্রতিক বৃষ্টির পানিতে ফসল তলিয়ে নষ্ট হওয়া, নদী খাল বিলে পানি প্রবাহ নিশ্চিত করা , পরিবেশ রক্ষ্যায় নির্বিচারে গাছ কাটা বন্ধের দাবী জানান।