বিশেষ প্রতিবেদক-
দীর্ঘ দেড় বছর পর সরকারি নির্দেশে দেশের অন্যান্য জেলার ন্যায় আজ রবিবার থেকে মাগুরায় সকল স্কুল-কলেজে ক্লাস শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ উল্লাস করে ক্লাসে যেতে দেখা গেছে। দীর্ঘ দেড় বছর পর তারা আজ স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান
করে শ্রেনী কক্ষে ঢুকে পাঠ গ্রহন শুরু করে। জেলা শিক্ষা অফিসার গোলাম রসুল জানান, আজ থেকে মাগুরায় ৫০৩ টি প্রাথমিক বিদ্যালয় ও ২৪৯ টি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠ দান শুরু হয়েছে। দীর্ঘদিন পর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসার সুযোগ পেয়ে খুব খুশি, সেই সাথে শিক্ষার্থীদের অভিভাবকরাও খুব খুশি। ইতিমধ্যে বিদ্যালয় গুলির পরিস্কার, পরিচ্চন্নতা, ঝারা মোছা সহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ও মাস্ক পরিধান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।