মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখায় বাস খাদে পড়ে চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।আজ রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার রামকান্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৪জনের মধ্যে ৩জনের লাশ সনাক্ত হয়েছে,২ জনের বাড়ী মাগুরা শালিখা উপজেলার শতখালী গ্রামে ১জনের বাড়ী লাঙ্গলবান শ্রীপুর মাগুরা অপর ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।শালিখা থানার (ওসি) মাহবুব হোসেন সংবাদমাধ্যমকে জানান, যশোর থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিলো বাসটি। রামকান্তপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন কমপক্ষে ৪০ জন।
তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...