বিশেষ প্রতিবেদক-
আজ রবিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গীমোড়ে মাগুরার বাক ও
শ্রবন প্রতিবন্ধীদের পক্ষথেকে ১২বছর যাবত তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধ
থাকায় এবং পূনরায় চালু করার দাবীতে মানবন্ধন , মিছিল ও জেলা সমাজসেবা
কর্মকর্তার কাছে স্বারকলিপি পেশ করেছে। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা
থেকে শতাধিক বাক ও শ্রবন প্রতিবন্ধী অংশ নেন।
প্রতিবন্ধীরা জানান, কমিটির কিছু কর্মকর্তা ব্যাংকে থাকা অর্থ , ৩টি
সেলাই মেশিন ও আসবাবপত্র ভাগাভাগি করে নিয়েছেন। ভায়নামোড়ে অবস্থিত
অফিসটি ১৫শত টাকা মাসিক ভাড়ায় গোডাউন হিসাবে ভাড়া দিয়েছে।
বর্তমানে সংগঠনের কার্যক্রম বন্ধ রয়েছে ফলে প্রতিবন্ধী সাংগঠনিক উপকার
থেকে বঞ্চিত হচ্ছে। তারা অবিলম্বে উদ্ভুত পরিষিÍতির সমাধান ও সংগঠানের
কার্যক্রম চালুর করার দাবী জানিয়েছেন।