মনিরুল ইসলাম, বিশেষ প্রতিবেদক-
শালিখা উপজেলায় আড়পাড়া বাজারে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১৫০ পিচ কারেন্ট জালসহ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে। এ জালের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকারও বেশি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর আড়পাড়া বাজারের এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার৷ এছাড়াও পুলিশ,ইউএনও অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী,মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও আনসার বাহিনী দল এই অভিযানে সগযোগিতা করেন।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুর পাড়ে আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন এর নেতৃতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক অবৈধ জাল ব্যবসায়ী হারাধন রায়কে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড,সত্যপদ ঘোষকে ২ হাজার ৫০০টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড,আল মাহমুদকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও নিতিশ রায়কে ২ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Like this:
Like Loading...