বিশেষ প্রতিবেদক –
মহামারি করোনা সংক্রমন রোধে আজ সোমবার মাগুরায়
লকডাউন চলছে । তবে দোকান খোলার দাবীতে কিছু ব্যবসায়ী বিক্ষোভ করেছে।
জানাগেছে, মহামারি করোনা সংক্রমন রোধে আজ সোমবার মাগুরায় লকডাউন
চলছে । বিশ্বরোডে বাস চলাচল বন্ধ রয়েছে। শহরে দোকান , মার্কেট বন্ধ রয়েছে।
অল্পকিছু অটো , রিকসা ও মোটর সাইকেল শহরে চলতে দেখা যায়। শহরে জনসমাগম
নেই বললেই চলে । দুপুরে শহরে বস্ত্র ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি মেনে দোকান
খোলার দাবী জানায়। এসময় তারা বেবী প্লাজা মার্কেটের সামনে থেকে মিছিল
করে পৌর মেয়রের বাড়িতে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্বে আনে।
ব্যবসায়ীরা জানান, ইদ মৌসুমে দোকান মার্কেট বন্ধ রাখার ফলে তারা ক্ষতিগ্রস্ত
হবেন। স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রাখার দাবী জানান ব্যবসায়ীরা । জেলায়
সর্বত্র লকডাউন শান্তিপূর্ণভাবে চলছে। মহামারি করোনা সংক্রমন রোধে আজ সোমবার মাগুরায় লকডাউন চলছে ।