বিশেষ প্রতিবেদক –
মাগুরায় সরকারি বিধি নিষেধ অমান্য করায় আজ সোমবার
৬১ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ভ্রাম্যমান আদালতের
কাজে বাধা দেয়ায় শাহজাহান নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে
আদালত। মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান জানান,
লকডাউন কার্যকর করার জন্য সারাদিন শহরে একাধিক ভ্রাম্যমান আদালত দায়িত্ব
পালন করে। এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করার দায়ে ৬১ ব্যবসায়ীকে মোট
৬১ হাজার ৭৫০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান
আদালতের কাজে বাধা দেয়ায় শহরের আতর আলী রোডে শাহজাহান নামে এক
ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।