বিশেষ প্রতিবেদক –
মাগুরা শহরের অন্যতম বিদ্যাপিঠ আদর্শ কলেজে নতুন শহীদ মিনার নির্মাণ ও তা উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় কলেজ মাঠে এ শহীদ মিনার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ অ্যাড. সাইফুজ্জামান শিখর।
এ সময় জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, কলেজ অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাসসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস বলেন, শিক্ষক, শিক্ষার্থীরা জেলার সদরের পুরাতন এই কলেজটিতে
দীর্ঘদিন ধরে একটি শহীদ মিনার নির্মানের দাবী জানিয়ে আসছেন। অবশেষে স্থানীয় এমপি
সাইফুজ্জামান শিখরের প্রচেষ্টায় জেলা পরিষদ ও কলেজ ফান্ড থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যায়ে কলেজ মাঠে এ শহীদ মিনারটি নির্মাণ করে।