মাগুরানিউজ.কমঃ
হাইকোর্টের নির্দেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা মাগুরার চারটি সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে তিনটি সড়ক মাগুরা শহরের অন্যটি মহম্মদপুর উপজেলার বিনোদপুরে। হাইকোর্টের দেওয়া এক নির্দেশের পর পৌর কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয় বলে মাগুরা নিউজকে জানিয়েছেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।
টুটুল জানান, ৭ মার্চ মঙ্গলবার রাতে মাগুরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরের এমআর রোড (মোকলেছুর রহমান সড়ক), এইচআর রোড (হাবিবুর রহমান সড়ক) এবং ওয়াজেদ আলী খান সড়কে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন নামকরণ না করে এ তিনটি সড়ক আগের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এখন থেকে এমআর রোড়কে কলেজ রোড়, হাবিবুর রহমান সড়ককে নতুন বাজার সড়ক ও ওয়াজেদ আলী খান সড়কটি আবালপুর সড়ক হিসেবে পরিচিতি পাবে। এ তিনটি সড়কে থাকা সাইনবোর্ড থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের মালিকদের নিজ উদ্যোগে বর্তমানে লেখা সড়কের নাম পরিবর্তনের আহ্বান জানানো হয়।
এদিকে মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরে স্বাধীনতাবিরোধী চাঁদ আলি শিকদারের নামে নামকরণ করা একটি সড়কের নামফলক ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। বিনোদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি রাজ্জাক মণ্ডল জানান, স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবির মুখে ও পরে হাইকোর্টের নির্দেশে একাত্তরের কুখ্যাত রাজাকার কমান্ডার ১২ মুক্তিযোদ্ধা হত্যাকারী চাঁদ আলীর নামে থাকা বিনোদপুর বাবুখালী সড়কের নাম ফলক গত ৫ জানুয়ারি ভেঙে ফেলে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট সারাদেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা সড়ক ও স্থাপনা থেকে তাদের নাম অপসারণের নির্দেশ প্রদান করেছেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মাগুরার এই চারটিসহ সারাদেশে স্বাধীনতাবিরোধীদের নামে থাকা ৩২ সড়কের তালিকা প্রকাশ করা হয়।