মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার দুপুরে গ্রামীণ নারীদের মধ্যে গণ নাটক পরিবেশন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যুব কর্মীরা।
দুপুরে সদরের আঠারখাদা ইউনিয়ন পরিষদ চত্বরে নাটকের মাধ্যমে বাল্য বিবাহের কুফল তুলে ধরে সেভ দ্যা উইমেন অ্যান্ড চিলড্রেন নামে ওই সংগঠনটির সুফলভোগী যুব সদস্যবৃন্দ।
নানাবিধ সমস্যা নিয়ে তৈরি এ নাটকটি দেখতে প্রচুর দর্শক ভীড় জমায়।
এর আগে সংগঠনটির নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুব বিষয়ক কর্মকর্তা রিয়াজুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আঠারখাদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিবন বিশ্বাস, জেলা এনজিও কো অর্ডিনেটর আব্দুল হালিম, সদর উপজেলা এনজিও কোঅর্ডিনেটর আবু ইমাম বাকেরসহ অন্যরা।