মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –
৬ মার্চ, ‘ডেনটিস্ট ডে’ বা দন্ত্য চিকিৎসক দিবস। মানুষকে সচেতন করতে এই দিনটি সারা বিশ্বে ব্যাপক আয়োজনে পালিত হয়ে আসছে।
‘ডেনটিস্ট ডে – ২০২০’ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মাগুরার কৃতি সন্তান জনপ্রিয় দন্ত্য বিশেষজ্ঞ, শিক্ষক, লেখক, সংগঠক, আল-হেলাল স্পেশালাইজড হসপিটালের চিফ ডেন্টাল সার্জন ও চিকিৎসা-সেবা সংস্থা সেবা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডাঃ রাহুল মিত্র।
‘ডেনটিস্ট ডে’ উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে সকল দন্ত চিকিৎসক ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডাঃ রাহুল মিত্র বলেন, প্রত্যাশা করি প্রতি বছর সমৃদ্ধ আয়োজনে দিনটি উদযাপিত হবে এবং দন্ত্য চিকিৎসা নামক বিষয়টি আরও বিস্তৃতি লাভ করতে সক্ষম হবে।
ডাঃ রাহুল মিত্র বলেন, যত দিন ধরে মানবসভ্যতার ইতিহাস তত দিন ধরে ডেন্টিস্ট-এর ইতিহাস। পেশাগত বিকাশ না ঘটলে উন্নত সেবা প্রদান করা সম্ভব না। তাই জাতীয় ও আন্তর্জাতিক ডেন্টাল সার্জনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠা ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির লক্ষে এই দিবসটি পালন করা হয়ে থাকে।
ডাঃ রাহুল মিত্র সবাইকে এ বিষয়ে সচেতন হবারও আহবান জানিয়েছেন।