মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
সম্প্রীতির কাত্যায়নী উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে মাগুরা নিউজ পরিবার। শনিবার ২ নভেম্বর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে উৎসবের আয়োজন
আজ এক শুভেচ্ছা বার্তায় মাগুরা নিউজ সম্পাদক এ্যাড. রাজীব মিত্র জয় সবাইকে উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন বলেন, ‘‘কাত্যায়নী পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে মাগুরাতে। আর সময়ের সাথে মাগুরার কাত্যায়নী পূজা এখন সৌহার্দের কাত্যায়নী উৎসব। প্রত্যাশা করি অনন্তকাল এমনি করেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবের বৈচিত্র্য অটুট থাকুক আমাদের মাঝে।”
উৎসবের আনন্দ সবার জন্যই সমান হোক। সব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হোক। সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। সবাইকে সম্প্রীতির কাত্যায়নী উৎসবের শুভেচ্ছা।