মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ
কাত্যায়নী পূজায় আগত দর্শনার্থীদের পূজা দেখতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য মাগুরা নিউজের পক্ষ থেকে পূজা গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। এবারে মাগুরা শহরে মোট ১১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ম্যাপটি থেকে দর্শনার্থীরা সুবিধামতো বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা দর্শন করতে পারবেন।
দর্শনার্থীদের জন্য পুলিশের স্পেশাল কিছু টিম থাকবে যারা বিভিন্ন ক্ষেত্রে নজরদারি চালাবে। পুজো যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য পুলিশের স্পেশাল কিছু টিম থাকবে যারা বিভিন্ন ক্ষেত্রে নজরদারি চালাবে। পুজো যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রীতির বার্তা দিতেই মাগুরাতে প্রতিবছর আয়োজিত হয় কাত্যায়নী পূজা। ১৫ই কার্ত্তিক ২ই নভেম্বর শনিবার মহাষষ্ঠী পূজা। এবার মহাঅষ্টমী পূজা দুইদিন বিধায় ২০শে কার্ত্তিক ৭ই নভেম্বর বৃহস্পতিবার দশমী পূজা অনুষ্ঠিত হবে।
চোখ ধাঁধাঁনো প্রদর্শনীর আয়োজনে ব্যস্ত মাগুরা শহর। প্রতিমা কিংবা প্যান্ডেল, মিউজিক থেকে আলোকসজ্জা সবখানেই বৈচিত্রের ছাপ। নতুন নতুন বৈচিত্রময় দৃষ্টিনন্দন শৃজনশীল ভাবনার প্রয়োগ। নজর কাড়বে কে, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এ পূজার সমৃদ্ধ সৃজনশীল নান্দনিক আয়োজন সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীসহ সকলের কাছে বিশেষ আগ্রহের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।