জয় মিত্র –
দুর্গাপুজো আসার আগে থেকেই বাঙালির আনন্দ বাঁধ মানতে চায় না। দুর্গাপুজো শেষ হলেই লক্ষ্মীপুজো তারপর কালীপুজো, ভাইফোঁটা। দুর্গাপুজোর মত না হলেও কালীপুজো নিয়েও উত্সাহ কিছু কম নেই হুজুগে বাঙালির। কারণ বাঙালির কাছে কালীপুজো হল ডাবল বোনানজা। কালীপুজোর সঙ্গে দিওয়ালি ফ্রি।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও শুভ দীপাবলি উৎসব আজ। শক্তিরূপিনী শ্যামা মায়ের পূজার্চনা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। একই সঙ্গে আজ সন্ধ্যায় ঘরে ঘরে প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে উদযাপিত হলো শুভ দীপাবলি উৎসব। এ উৎসব অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় ঘোষণা করে।
কালীপুজো মানেই বাজি কেনা। আর আগে থাকতেই বাজি কিনে রোদ্দুরে শুকোনোর প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। আর নিয়ম করে বাজি রোদ্দুরে দেওয়ার আনন্দ কারও কম নয়। যদিও এখন শব্দ বাজি পাওয়া যায়না তাই আলোর বাজিতেই চলছে এ উদযাপন।