মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ
শিউলি ফোটা হেমন্তের ঘনঘোর অমাবস্যায় দীপাবলির আলোকে আজ উদ্ভাসিত হয়ে উঠবে চারদিক। আলোকের এই ঝর্ণাধারায় সকল অন্ধকার, কালিমা ধুইয়ে নিজেকে ও পৃথিবীকে আলোকিত করতে জ্বালানো হবে সহস্র দ্বীপ। সনাতন ধর্মমতে, এই মাহেন্দ্রলগ্নে আবির্ভাব ঘটবে মঙ্গলময়ী জননী শ্যামা দেবীর।
আজ বৃহস্পতিবার শ্রীশ্রী শ্যামাপূজা কালীপূজা বা দীপাবলি উৎসব। শ্যামাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তারা আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলময়ী, শক্তিরূপিণী শ্যামা মায়ের পূজাঅর্চনা করবেন। একই সঙ্গে ঘরে ঘরে প্রদীপ জ্বেলে আয়োজন করা হবে দীপাবলি উৎসবের। অন্ধকার বিনাশের প্রত্যাশায় সনাতন ধর্মাবলম্বীরা এই দিন ঘরে ও মন্দিরে প্রদীপ প্রজ্বলন করেন। এ প্রদীপের আলো যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত কোন অশুভ শক্তি আসতে পারে না।
‘মাগুরা নিউজ’ পরিবারের পক্ষ থেকে সবাইকে শ্রীশ্রী শ্যামাপূজা ও আলোর উৎসব শুভ দীপাবলির শুভেচ্ছা।