মাগুরানিউজ.কম:
২৯ ডিসেম্বর থেকে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ১০ জেলা দলের অংশগ্রহনে জেলা প্রসাশক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ ।
আজ সন্ধায় মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ট্রফি এবং একই সাথে উন্মুক্ত হলো মাগুরা জেলার থিম সং আমাদের মাগুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তার ব্যক্তব্যে বিপথগামী যুবকদের ক্রীড়ামুখী করা তথা জাতির পিতার সোনার বাংলা ও ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্বপ্নিল ফুটবল টুর্নামেন্টের স্বপ্ন সারথী মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক আতিকুর রহমান তার স্বাগত বক্তব্যে মাগুরাতে ক্রীড়াবিপ্লব ঘটিয়ে সুস্থ ও সমৃদ্ধ মাগুরা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: বিরেন শিকদার এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি এমপি, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামসহ জেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ও ক্রীড়াশুভানুধ্যায়ী, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।