মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামানের নিকট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত মুক্তিযোদ্ধা কোটা ফেরতসহ ৭ দফা দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনার সুযোগ চাই সংগঠনটি। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সেলিম রাজা, জেলা যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার রোজি, সদর উপজেলা সদস্য সচিব মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি জাকির হোসেন কানন, মহম্মদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বাকি বিল্লাহ বাকি, শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সরোয়ার হোসেন, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকিদ মোল্লাসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ।