বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে হিরা খাতুন নামে তিন বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পারিবারিক বিরোধের জের ধরে গতকাল সন্ধ্যায় মেয়েটিকে হত্যা করেছে বলে অভিযোগ করছেন নিহতের বাবা হিরো মোল্লা। হিরো মোল্লার অভিযোগ, সন্ধ্যায় তার মেয়ে হিরাকে খাবার খাওয়াচ্ছিলেন স্ত্রী বন্যা খাতুন।
এক সময় পানি আনার প্রয়োজনে মেয়েকে ঘরে রেখে বাড়ির নলকুপে যান বন্যা খাতুন। পানি এনে ঘরে ঢুকে তিনি মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির প্রায় আধা ঘন্টা পর বাড়ির সামনে রাস্তার পাশে মৃত অবস্থায় দেখতে পান । নিহত হিরার মাথায় ধারালো অস্ত্রের আঘাত আছে। বেশ কিছুদিন ধরে হিরো মোল্লার সাথে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ
চলছিল হিরো মোল্লার ভাই দের সাথে। এই বিরোধের জের ধরেই তারা এই হত্যাকান্ড
ঘটিয়েছে বলে অভিযোগ করেন হিরো মোল্লা। মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) বোরহানুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।