বিশেষ প্রতিবেদক-
মহম্মদপুরে পানিতে ডুবে আলী আহম্মেদ (৩) নামে এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর-নাওভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার মোঃ আলম মোল্যার ছেলে।
আলম মোল্যা জানান, মঙ্গলবার বিকালে বাড়িতে খেলতে গিয়ে পার্শ্ববর্তী একটি একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে নেমে তাকে পাওয়া যায়। পরে উদ্ধার করে দ্রুত তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।