বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-
মহম্মদপুরে ধান ক্ষেতে সাপের কামড়ে সিরমান শিকদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে সাপের কামড়ের পর বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় ওঝার কাছে গিয়ে পরিবারের সদস্যরা সময় নষ্ট করেন বলে জানান চিকিৎসকরা। কৃষক সিরমান উপজেলার রায়পুর গ্রামের মৃত আতা শিকদারের ছেলে। সে দীর্ঘদিন উপজেলা সদরের পোয়াইল এলাকায় বসবাস করতেন। প্রতিবেশি মনি শেখ জানান, সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি ধানের ক্ষেতে সার ওষুধ ছিটানোর কাজ যান। দুপুর আড়াই টার সময় হঠাৎ একটি গোখড়া সাপ তার পা পেচিয়ে ধরে কামড় দেয়। পরে তার চিকিৎকারে পাশের ক্ষেতের লোকজন ছুটে আসে। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন কেউ ওঝার কাছে কেউ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে তাকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কাজী আবু আহসান এসব তথ্যের সত্যতা নিশ্চিত বলেন, একদম শেষ সময়ে মুমূর্ষ অবস্থায় রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার। এ সময় রোগী চোখে দেখতে পাচ্ছিলেন না। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিলো।