বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-
২০২১-২২ অর্থবছরে খরিপ-১ গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির নিমিত্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মহম্মদপুর উপজেলায় ১৩০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় ১০০ জনকে পিয়াজ বীজ এবং ৩০ জনকে পাট বীজ ও রাসায়নিক সার প্রদান করেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন হল রুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সোবাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: বেবী নাজনীন প্রমূখ। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, খরিপ-১ মৌসুমে এবার উপজেলার ১৩০ জন কৃষকের মধ্যে সরকারের কৃষি বিভাগ থেকে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়। প্রয়োজন অনুসারে প্রতিজন কৃষক বীজ, ডিএপি সার, এমওপি সার পেয়েছেন।