ডেস্ক প্রতিবেদন-
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেলেন মাগুরার মহম্মদপুর উপজেলার দুইজন ফুটবলার।
গৌরবের লাল-সবুজের পতাকা খচিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেলেন মাগুরার মহম্মদপুর উপজেলার রহমত মিয়া এবং মেহেদি হাসান রয়েল।
নেপালে অনুষ্ঠেয় তিন দেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে।
২৩ থেকে ২৯ মার্চ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। কাঠমান্ডুর টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে অন্য দলটি কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল।
জাতীয় ফুটবল দলে নিয়মিত জায়গা করে নেওয়া রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় রহমতের পর একই সাথে মহম্মদপুরের আরেক কৃতিমুখ রয়েল ডাক পাওয়ায় মহম্মদপুর উপজেলার ফুটবল খেলোয়াড় সংগঠক, দর্শক ও ক্রীড়ামোদী সবাই আনন্দিত।
মহম্মদপুরের মতো ছোট্টো একটি উপজেলা থেকে দুই দুই জন ফুটবলার জাতীয় দলে ডাক পাওয়া দেশের ফুটবলের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে মনে করছেন মাগুরার ফুটবল প্রেমীরা।