বিশেষ প্রতিবেদক –
জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকায় ৩ তলা বিশিষ্ট সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য ১২ কোটি ৬০ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য এ্যাড: সাইফুজ্জামান শিখর ।
আজ মঙ্গলবার দুপুরে মাগুরা সদর উপজেলার ভিটাসাইর এলাকায় ৩ তলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কের্ন্দের ভিত্তি প্রস্থর উদ্ভোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাড: সাইফুজ্জামান শিখর ।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধাারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আবু নাছির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুপিয়ান ও গণপূর্ত বিভাগের মাগুরার নির্বাহী প্রকৌশলী শাকিউল আজম। ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী শুধু মাগুরাতে নয় দেশের সব জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহন করেছে সরকার।
এ মডেল মসজিদ আমাদের ইসলামের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করবে। ১২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের ভৌত সুবিধার মধ্যে রয়েছে- ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, সভাকক্ষ, অফিস কক্ষ, ইসলামিক
চর্চা কেন্দ্র, গেস্ট রুম, মহিলা ও পুরুষের নামাজের পৃথক স্থান, মক্তব, ইমাম ও মুয়াজ্জিনের থাকার স্থান, গাড়ি পার্কিং, মহিলা ও পুরুষ পৃথক ওজুখানা ও লাইব্রেরীসহ অন্যান্য সুবিধা।