বিশেষ প্রতিবেদক –
মাগুরা- ঝিনাইদহের সীমান্তবর্তী কড়াইতলায় শনিবার রাতে শতবর্ষের প্রাচীন ১৪ হাত উচু কালী পূজা অনুষ্ঠিত হয়েছে । শুরু হয়েছে তিনদিন ব্যাপী গ্রামীন মেলা । হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ফলে মেলা প্রাঙ্গন মুখোরিত হয়ে উঠেছে। রাত ২টায় পূজা শুরু হয়ে আজ রবিবার ভোরে শেষ হয়।
জানাগেছে , মাগুরা- ঝিনাইদহের সীমান্তবর্তী কড়াইতলায় শনিবার শতবর্ষের
প্রাচীন ১৪ হাত উচু কালী পূজা অনুষ্ঠিত হয়েছে । তিনদিন ব্যাপী গ্রামীন মেলা হয়েছে । হাজার হাজার মানুষের সমাগম ঘটে। মেলায় মাটির সামগ্রী , কসমেটিক , নানা ধরনের মিষ্টি, খেলনা সহ বিভিন্ন পন্য উঠেছিল বিক্রির জন্য । ভক্তদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়। আয়োজকরা জানান, একশত বছর ধরে বাংলা ফাল্গুন মাসের শেষ আমাবশ্যায় এই কালী পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে ।