নিউজ ডেস্ক-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াশিংটন সফরে বিশ্বব্যাংকের সঙ্গে ২২৫ কোটি ডলারের ঋণচুক্তি হবে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ ২৪ হাজার কোটি টাকা। এর মধ্যে বাজেট সহায়তা হিসেবে ৫০ কোটি ডলার এবং বাকি অর্থ দেওয়া হচ্ছে ৪টি পৃথক প্রকল্পের বিপরীতে। প্রকল্পগুলো অবশ্য আগেই অনুমোদন করেছে বিশ্বব্যাংকের পর্ষদ। বাজেট সহায়তার অর্থ সবুজ এবং জলবায়ু প্রতিকূলতা প্রতিরোধ উন্নয়নে কাজে লাগানো হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন সময় আগামীকাল সোমবার বিশ্বব্যাংকের সদরদপ্তরে বিশেষ এ আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ঋণচুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রথম পর্যায়ের অনুষ্ঠান গত জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (পরিচালন) অ্যাক্সেল ফন ট্রটসেনবার্গ ওই অনুষ্ঠানে যোগ দেন।
ইআরডি সূত্রে জানা গেছে, চুক্তি সইয়ের অপেক্ষায় থাকা প্রকল্পের মধ্য রয়েছে দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলীয় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পরিবহন ও বাণিজ্য বাড়ানো (প্রথম পর্যায়) । প্রকল্পটিতে ঋণ দেওয়া হচ্ছে ৭৫ কোটি ৩০ লাখ ডলার। অভিযোজন এবং ঝুঁকি কমাতে সহায়ক অবকাঠামো নির্মাণ (আরআইভিইআর) প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছে ৫০ কোটি ডলার। টেকসই ক্ষুদ্রশিল্প প্রকল্পে ২৫ কোটি ডলার। এছাড়া পরিবেশগত স্থায়িত্বশীলতা এবং রূপান্তর প্রকল্পে ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ।