মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল রেজা, মৎস্য চাষী আইনাল মজুমদার প্রমুখ।