মাগুরায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭০৭টি বৃক্ষরোপণ

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
‘শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মাগুরার আয়োজনে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ২০২৪ এর নানা কর্মসূচী পালন করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতকাল মঙ্গলবার সকালে মাগুরা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা ও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজের ৭০৭ টি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরার জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, বিভিএম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট এইচএম বেলাল, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী, মহম্মদপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তয়ারা, শালিখা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, শ্রীপুর উপজেলা প্রশিক্ষিকা মমতাজ বেগম, ২৯ আনসার ব্যাটালিয়নের সুবেদার মোঃ আবু তালেব, উপজেলা জেলা কর্যালয়ের অনান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দলনেতা ও দলনেত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে অন্যান্য জেলার ন্যায় মাগুরা জেলাতেও বৃক্ষরোপণ অভিযান চলমান রয়েছে।
তিনি আরো বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা যাতে গাছের মাধ্যমে আরও বেশি উপকৃত হতে পারি সে লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষরোপণ করা হয়েছে। মাগুরা সদরের পৌর ওয়ার্ড দলনেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা আমাদের জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ স্যারের নির্দেশে অর্জুন, মালটা, লেবু, পেয়ারা, হরতকিসহ বিভিন্ন প্রজাতির গাছ আনসার ও ভিডিপির উপজেলা কার্যালয়, আনসার ও ভিডিপি ক্লাব/সমিতির প্রাঙ্গনে রোপন করছি।
September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: