মাগুরা পৌরসভার ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

মাগুরা পৌরসভার ৮৩ কোটি ৬৬ লক্ষ ৭১ হাজার ৫৩৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাগুরা পৌরসভা চত্বরে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুত্ত বাজেট ঘোষণা করেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) মো: রোজনুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমান, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, সাকিব আল হাসান ফাউন্ডেশনের সভাপতি মাসরুর রেজা কুটিল ও পৌরসভার নিবার্হী প্রকৌশলী মোঃ আহসান বারী প্রমুখ।

বাজেট অনুষ্ঠানে পৌরসভার সচিব মোঃ রেজাউল করিম জানান, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের এ বাজেটে রাজস্ব খাত হতে মোট আয় ধরা হয়েছে ২১ কোটি ৮৭ লক্ষ ৯২ হাজার ৭৪০ টাকা, উন্নয়ন সহায়তা খাতে মোট মঞ্জুরি ধরা হয়েছে ৩৮ কোটি ৩২ লক্ষ টাকা,প্রকল্প খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৫৭ কোটি ৪২ লক্ষ ৪৯ হাজার ২৫০ টাকা। এ বাজেটে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৯৫ লক্ষ ৪৫ হাজার ৩০৩ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৬ লক্ষ ৩০ হাজার টাকা, উন্নয়ন সহায়তা মঞ্জুরী খাত খেকে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৪৭ লক্ষ ৬ হাজার ৫৯৯ টাকা, প্রকল্প খাত হতে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ১০লক্ষ ১৭ হাজার ১০৫ টাকা। এ বাজেটের উপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক রূপক আইচ প্রমুখ।

বক্তারা মাগুরা পৌরসভার নানামুখী সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য পৌর মেয়রের প্রতি দৃষ্টি আরোপ করেন। অনুষ্ঠানে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, পৌরসভার সাধারণ নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটি মাগুরা পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে।

September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: