বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের ৫৪ তম জন্ম বার্ষিকী আজ শনিবার বিকালে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারন সম্পাদক জামির হোসেনের নেতৃত্বে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মিগণ। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৈহিত্র ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫৪ তম জন্মদিন পালন উপলক্ষে মাগুরা জেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।