মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার নবগ্রাম নামক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম নামক গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ১৫ জুলাই সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার সমর্থক আলাউদ্দিন মেম্বারের লোকজন অপর আওয়ামী লীগ নেতা ইউসুফ মণ্ডলের সমর্থক রফিকুল ইসলাম গ্রুপের জাহিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে রফিকুল ইসলাম গ্রুপের মোতালেব, হারুন, আল-আমিন, হেলাল, নবুওয়াত, জাহিদ এবং রফিকুল ইসলাম গ্রুপের লোকজন আলাউদ্দিন মেম্বর গ্রুপের সুফিয়া, লতিফ, পাঞ্জাব আলী, হানিফ, নেকবার, নবুওয়াত, চাঁদ আলী, সিদ্দিক, বদিয়ারসহ উভয় গ্রুপের অন্তত ২০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের নজরুল ইসলাম (৪৫), সবুর খাঁন (৩৪), মজিদ শেখ (৬৫), হানিফ (৪৪) সহ অন্তত ১০ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে আটক করেছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।