করেসপন্ডেন্ট:মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের কছুন্দি বাজার এলাকায় বুধবার বিকেলে বাসের ধাক্কায় রুবেল (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে পার্শ্ববর্তী মধুখালী উপজেলার বকসীপুর গ্রামের সাইদুল মৃধার ছেলে ও স্থানীয় গয়েশপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
মাগুরা হাইওয়ে পুলিশের এসআই ওজিয়ার রহমান জানান- কছুন্দি বাজার থেকে সাইকেল চালিয়ে হঠাৎ করে রুবেল হাইওয়ে সড়কে উঠে, এ সময় খুলনা খেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। আশংকাজনক অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।