মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা ৫ নং দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দারিয়াপুর কালিবাড়ি চৌরাস্তা মোড়ে দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাসের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুনুর রশিদ মুহিত,
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলিনুর মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সর্দার, উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ বিশ্বাস কবির, দারিয়াপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুল ও সাধারণ সম্পাদক মাসুম কামাল। এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর। দ্বারিয়াপুর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে করা সম্ভব হয়নি।