মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
পুলিশ সুপার মসিউদ্দৌলা পিপিএম (সেবা বার) এর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে গোটা মাগুরা জেলাতেই পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর থানাধীন নাকোল পুলিশ ক্যাম্পের এস আই মোঃ লাল্টু রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রাম থেকে মিজানুর রহমান বিশ্বাস (৫৫) নামে এক মাদককারবারিকে আটক করতে সক্ষম হন এবং তার জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে ১’কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি ওই গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের পুত্র।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় বলেন, মাগুরার পুলিশ সুপার মসিউদ্দৌলা পিপিএম( সেবাবার) মাগুরাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এরই অংশ হিসেবে শ্রীপুর থানা পুলিশও পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এ অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত মাদককারবারি মিজানুর রহমানের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।