মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার হরিন্দী আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্তি ও মৎস্য চাষের উপকরণ বিতরণের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহের সমাপ্তি হয়েছে। রবিবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুস সবুর, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন প্রমুখ।
উপজেলা মৎস্য অফিসার মীর লিয়াকত আলী জানান, গত ২৪ তারিখ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মৎস্য সপ্তাহ পালন করা হয়। আজ ছিলো সমাপনী দিন।