মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
‘তামাক নয়, খাদ্য ফলান’ এ প্রতিপাদ্য বিষয়টিকে নিয়ে আজ বুধবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বিশাল র্যালী রের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুরের সহকারি কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা,উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী,শ্রীপুর থানার এস আই নয়ন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুসহ আরোও অনেকে।
Like this:
Like Loading...