মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে ২’শতাধিক বিএনপি নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করেছে। উপজেলার শ্রীকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মণ্ডল ২০১৬ সালে আওয়ামীলীগে যোগদানের পর আজ ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকলেম জোয়ার্দারসহ শ্রীকোল গ্রামের ২’ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। বুধবার রাতে উপজেলার শ্রীকোল গ্রামে আবু সাইদ মণ্ডলের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য চাঁদ আলী শেখ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার মণ্ডল, শ্রীকোল ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি নুরোল শেখ প্রমুখ।
আওয়ামীলীগে যোগদানের বিষয়ে আবু সাইদ মণ্ডল বলেন, আমি জেলা আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতার হাত ধরে ২০১৬ সালে বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেছিলাম। তখন থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগের সাথে আছি। বাকিটা জীবনও আওয়ামীলীগের সাথে থাকবো। ২০১৬ সাল থেকে সবগুলো নির্বাচন আওয়ামীলীগের পক্ষেই কাজ করেছি। কিন্তু অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করেন। আমি তাদের সমালোচনার জবাব দিতেই আমি ও আমার দলের ২’শতাধিক নেতাকর্মী আজ আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগে যোগদান করালাম। সেই সাথে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ভাইয়ের হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের পক্ষে কাজ করে যাবো।
আওয়ামীলীগে যোগদানের বিষয়ে মোকলেম জোয়ার্দার বলেন, এখন থেকে আমরা আওয়ামীলীগে যোগদান করলাম। এখন থেকে আমরা এক সাথে, এক মতে চলবো।
শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মোল্যা বলেন, আবু সাইদ মণ্ডল আগেও বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামীলীগে যোগদান করেছিলেন। আজ আবারো আনুষ্ঠানিকভাবে তার সামাজিক দলের ২’শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করলো৷ আমি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের প্রতিনিধি হিসেবে তাদের সাদরে গ্রহণ করলাম।