মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
জামাই বাড়িতে বেড়াতে গিয়ে গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে মাইক্রোবাসের ধাক্কায় আমেনা বেগম (৭৫) নামে ওই বৃদ্ধা নিহত হন। আমেনা বেগম একই উপজেলার মহেশপুর গ্রামের তাছের আলী মোল্লার স্ত্রী।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহাবুবুর রহমান জানান, শ্রীপুরের রায়নগর গ্রামে জামাই বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার সকালে নাকোল-ওয়াপদাহ সড়কে হাটতে বের হন আমেন বেগম। স্থানীয় সানরাইজ মাধ্যমিক বিদ্যালয় মোড়ে পৌছলে দ্রুতগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।