মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
মাগুরার খুচরা বাজারে আজ বৃহস্পতিবার দেশি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। খুচরা বাজারে বুধবার পেঁয়াজের কেজি ছিল ১৮০ টাকা। নতুন করে রসুনের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৫০-১৬০ টাকায় উঠেছে। শীতের নতুন সবজি এসেছে, দাম কম নয়। অবশ্য সবাইকে ছাড়িয়ে গেছে পেঁয়াজ।
গরিবেরা এত দামের পেঁয়াজ কীভাবে কিনছেন, সেই খোঁজে গিয়েছিলাম শহরতলীর নিচু বস্তিতে। সেখানের বাসিন্দা চম্পা বেগমের উত্তর, যারা এক কেজি কিনত, তারা এখন ২০ টাকার কেনে। বস্তিবাসীরা রান্নায় পেঁয়াজের ব্যবহার একেবারেই কমিয়ে দিয়েছে। কীভাবে, সেটাও জানালেন তিনি। বললেন, ‘ডাল বাগার দিতে এখন অনেকে শুধু রসুনই দেয়। যারা আগে এক তরকারিতে তিন-চারটি পেঁয়াজ দিত, তারা দেয় একটি।’
শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মোটামুটি সচ্ছল পরিবারেও চাপ তৈরি করেছে পেঁয়াজ। বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলামের সংসারে মাসে পাঁচ কেজির মতো পেঁয়াজ লাগে। তিনি বলেন, আগে ২০০ টাকার মধ্যেই মাস চলে যেত। এখন পরিমাণে এক কেজি কমিয়ে দিয়েও খরচ ১০০০ টাকা দাঁড়াবে।
পেঁয়াজের এই সংকট শুরু হয় গত ২৯ সেপ্টেম্বর ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ার পর। দুই সপ্তাহ আগেই অবশ্য দেশটি ন্যূনতম রপ্তানি মূল্য ৮৫০ ডলার বেঁধে দেয়। ভারতীয় পেঁয়াজ বন্ধের পর দেড় মাস হতে চলল, ব্যবসায়ীরা তাকিয়ে আছেন, কবে বড় শিল্পগোষ্ঠীগুলোর আমদানি করা পেঁয়াজ দেশে পৌঁছায়। অবশ্য তা-ও দু-চার দিনে আসছে না। সব মিলিয়ে মানুষকে ভুগতে হতে পারে আরও সপ্তাহ দুয়েক।