মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা আছাদুজ্জামান সাহেবের স্মৃতি স্বরণে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজবমুক্ত যুবসমাজ গঠনে হাডুডু প্রতিযোগিতা – ২০১৯ এর আয়োজন করেছে শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগ। আজ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে শ্রীপুর বনাম কাদিরপাড়া ইউনিয়নের মধ্যকার খেলায় শ্রীপুর ইউনিয়ন ৪-২ গোলে কাদিরপাড়া ইউনিয়নকে পরাজিত করে।
আয়োজকেরা বলেন, এ খেলা সুস্থ ধারার বিনোদনকে উৎসাহিত করে। সুস্থ ধারার বিনোদনে মানুষ যখন সম্পৃক্ত হবে তখন তারা শারিরিক মানসিক ভাবেই সুস্থ হয়ে বেড়ে উঠবে। এ জন্য তারা মাদক থেকে দূরে থাকবে যেটা আইন শৃঙ্খলা উন্নয়নে পজেটিভ ভুমিকা পালন করবে।
হারিয়ে যাওয়া এ খেলা গুলো নতুন করে আবার শুরু হলে সমাজ থেকে মাদক ইভটিজিং দুর হবে এমনটাই মনে করেন সমাজের সচেতন মানুষ।