মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-
আছ কাত্যায়নী পূজার মহা অষ্টমী। অষ্টমীর পুজো শেষে হয় পুষ্পাঞ্জলি। এদিকে, অষ্টমী মানেই পুজোর আনন্দ একেবারে তুঙ্গে। জনজোয়ারে ভাসছে গোটা মাগুরা শহর। আবহাওয়া ভালো থাকায় মানুষজন নেমে পড়েছে বাইরে। তারা ভিড় জমাচ্ছে শহরের মণ্ডপে মণ্ডপে। যথারীতি এবারও অপূর্ব সাজে সেজেছে পূজামণ্ডপগুলো। বিভিন্ন থিম ধরে গড়া হয়েছে প্রতিমা।
ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড়। যে দিকে তাকানো যাচ্ছে, শুধুই কালো মাথার সারি। দলবেধে চলছে পূজা পরিদর্শন। শহরে যান চলাচল বন্ধ রয়েছে।
জাদুকরি আলোকসজ্জা আর শৈল্পিক প্রতিমা’য় মোহিত আগত দর্শনার্থীরা। বটতলা থেকে জামরুলতলা সর্বত্রই একই দৃশ্য।