বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে গতকাল সন্ধ্যা ৬টার দিকে প্রতিপক্ষের হামলায় আতর আলী ( ৪২) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আতর আলী উক্ত গ্রামের আব্দুস সালামের ছেলে।
এই ঘটনায় বেরইল পলিতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এনামুল হক রাজা ও সাবেক ইউপি চেয়ারম্যান খন্দাকার মহব্বত আলী দুই ইউপি চেয়ারম্যানসহ
১১জনকে গ্রেফতার করেছে। আজ শুক্রবার পুলিশ তাদের গ্রেফতার করেছে। অন্য
১০জন গ্রামবাসী । মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক
রেজাউল ইসলাম বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করলে পুলিশ তাদের
গ্রেফতার করে ।
পুলিশ সুত্রে জানাযায়, মাগুরা সদর উপজেলার বরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর
গ্রামে নিহত আতর আলী ক্ষেতে বেগুন তুলে আনতে গেলে প্রতিপক্ষ কুপিয়ে
হত্যা করে । লাশ ময়নাতদন্তের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুধবার রাতে জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে উক্ত গ্রামে দুই গ্রামবাসীর
মধ্যে সংঘর্ষে এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ওসি জববারুল ইসলাম জানান, নিহত আতর আলী ক্ষেতে বেগুন তুলে আনতে গেলে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করে ।