বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে প্রতিপক্ষের হামলায় আতর আলী ( ৪০) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আতর আলী উক্ত গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায, মাগুরা সদর উপজেরার বরইল পলিতা ইউনিয়নের মনিরামপুর
গ্রামে নিহত আতর আলী ক্ষেতে বেগুন তুলে আনতে গেলে প্রতিপক্ষরা কুপিয়ে
হত্যা করে । লাশ ময়নাতদন্তের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুধবার রাতে জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে উক্ত গ্রামে দুই গ্রামবাসীর
মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ওসি
জববারুল ইসলাম জানান, নিহত আতর আলী ক্ষেতে বেগুন তুলে আনতে গেলে
প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করে । লাশ ময়নাতদন্তের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে।