শ্রীপুরে অগ্নিকাণ্ডে ছেলে ও সর্বস্বহারা ফয়জার মোল্লার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শ্রীপুরে মর্মান্তিক এক অগ্নিকাণ্ডে ছেলেহারা ফয়জার মোল্লা ও তার সন্তানহারা স্ত্রীর পাশে দাঁড়ালেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ। আজ দুপুরে তিনি উপজেলার বাগবাড়িয়া গ্রামে ক্ষতিগ্রস্থ ফয়জার মোল্লার বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান। সেইসঙ্গে ৩ বান্ডিল টিন ও নগদ ২৮ হাজার টাকা অনুদান দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসলাম সারোয়ার, থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, গয়েশপুর ইউপি চেয়ারাম্যান আবদুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান।

উল্লেখ্য, গত সোমবার রাতে বাগবাড়িয়া গ্রামের ফয়জার মোল্লার গোয়াল ঘরে আগুনের সুত্রপাত হয়। এসময় গোয়ালঘর থেকে গরু খুলতে গিয়ে মিরাজ মোল্লা (১৪) নামে তার অষ্টম শ্রেণিতে পডুয়া ছেলের করুণ মৃত্যু হয়। সে চরগোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো। অগ্নিকা-ে বসতঘর, গোয়ালঘর, একটি গরু, ৬টি ছাগল, একটি ব্যাটারিচালিত ভ্যান, বাইসাইকেল ও সকল আসবাবপত্র মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।

June ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৩
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: