বিশেষ প্রতিবেদক-
মাগুরায় নানা আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ৯৩ তম জন্মদিন আজ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সন্ধ্যা সাড়ে ৭টায় মাগুরা জেলা জাতীয় পার্টির কার্যালয়ে
আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। জেলা জাতীয় পার্টির
আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রতন কুমার মিত্রে (জীবন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার আলমগীর কবির। এরপর কেক কেটে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৯৩তম জন্মদিন পালন করা হয়।
আলোচনা সভা ও কেক কাটা, মোনাজাত করা হয়। অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।