স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নানামুখী কারিগরি দক্ষতা অর্জনের বিকল্প নেই -শিক্ষা উপমন্ত্রী

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের নানা বিষয়ে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। মাগুরা প্রথম নিরক্ষরমুক্ত জেলা। শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নিজের জীবনকে গড়তে, আয়ের পথ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ ও সমাজ এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। এর জন্যে কারিগরি শিক্ষা, বিভিন্ন ভাষা শিক্ষা, নার্সিং, হেলথ কেয়ার, প্রযুক্তিগত শিক্ষা ও বৈশ্বিক দক্ষতাসহ নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুর ঘষিয়াল অষ্টগ্রাম মহাশ্মশান প্রাঙ্গনে কবিগান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তিনি আরো বলেন, মাগুরা জেলা প্রথম নিরক্ষরমুক্ত জেলা। এখানকার মেয়ে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি জাতীয় মহিলা ফুটবল দল, বিকেএসপিতে খেলছে। জাতীয় ও বিভাগীয় পর্যায়ের খেলায় অবদান রাখছে। শিক্ষার্থীদের মনকে উদার করা, অসম্প্রদায়িক চেতনায় নিজেকে ধারণ করা এবং বিশ্ব নাগরিক হওয়ার জন্য বৈশ্বিক দক্ষতাগুলো অর্জন করা প্রয়োজন।

অষ্টগ্রাম মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়ী সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদার।

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৪
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: