মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামে ৩ দিনব্যাপি কবি কাজী কাদের নওয়াজের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কবি ও সাহিত্যিক মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সভাপতি কমলেশ মজুমদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেওয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের সহ-সভাপতি ড. মুসাফির নজরুল, সংগঠনের সাধারণ সম্পাদক ও কবির ভাগ্নি কাজী মনজুরা সুলতানা, উপজেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জোয়ারদার স্বর্নালী রিয়া, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, কবির নাতনী ডাঃ রেজওয়ানা সুলতানা বেনজীর প্রমুখ।
সাংস্কৃতিক সংগঠক আশরাফ হোসেন পল্টুর সঞ্চলনায় সমাপনী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃতি, সঙ্গীত, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে আগত লেখকরা তাঁদের স্বরচিত লেখা পাঠ করেন। মধ্যরাত পর্যন্ত চলে স্থানীয় ও অতিথি শিল্পিদের পরিবেশননায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।