বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে সড়ক দুর্ঘটনায় শামীম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ দুপুরে মটরসাইকেল যোগে মাগুরা শহরে আসার পথে বাইসাইকেলের সাথে সংঘর্ষে নিহত হয়। এ সময় দুই জন আহত হয়েছে। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত শামীম মহম্মদপুর উপজেলার পরমেশ্বর গ্রামের কিবির শেখের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শামীম গ্রামের বাড়ি পরমেশ্বর থেকে মটরসাইকেরে মাগুরা শহরে আসার পথে মালিকগ্রামে পৌছালে বাইসাইকেলের সাথে সংঘর্ষ হলে ৩ জনই গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকগণ শামীমকে মৃত ঘোষণা করেন। অন্য দু’জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।