মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
বাংলাদেশ বেতারের আয়োজনে শনিবার সকাল ১১ টায় মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
এ সময় অন্যদের মধ্যে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এ সময় সকলেই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, অনুষ্ঠানটি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী১১ ফেব্রুয়ারি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে পরিচালক মো. বশির উদ্দীনের নির্দেশনায় উপপরিচালক মো. আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।