মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাংলাদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা কংগ্রেসের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল ইসলাম।
শ্রীপুর উপজেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক তুষার রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তোফায়েল আহম্মেদ, শ্রীপুর উপজেলা কংগ্রেসের প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মিনু প্রমুখ।
এ সময় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল ইসলাম বলেন, ‘কংগ্রেসের মূল নীতি, সুস্থ ধারার রাজনীতি।’ আমরা দলকে সুসংগঠিত করছি। নির্বাচনের পরিবেশ থাকলে আগামী নির্বাচনে প্রতিটি আসন থেকে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনে অংশ গ্রহণ করবে।